• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

সময়- ২৫ মিনিট          পূর্ণ নম্বর – ২৫.১= ২৫

 

[প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান সমান]

১। কতটি মিডিয়ার সমন্বয়ে মাল্টিমিডিয়া গঠিত হয়?

ক) ১         খ) ২          গ) ৩         ঘ) ৪

২। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক) মাইক্রোসফট ওয়ার্ড                                                 খ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

গ) মাইক্রোসফট এক্সেল                                                 ঘ) মাইক্রোসফট এক্সেস

৩। আমরা অনেক মাধ্যমে ভাব প্রকাশ করি, তখন উক্ত মিডিয়াসমূহকে কি বলে?

ক) মাল্টিমিডিয়া          খ) ইন্টারনেট               গ) প্রিন্ট মিডিয়া           ঘ) ইলেক্ট্রনিক মিডিয়া

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের জবাব দাও:

জনাব মাজহাব স্বনামধন্য কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। একজন বিদেশি প্রতিনিধি আগামীকাল তার কোম্পানির দেখার জন্য আসবে। তিনি তার ল্যাপটপে একটি প্রেজেন্টেশন তৈরী করেছেন এবং তিনি তা তাদের নিকট উপস্থাপন করবে। তিনি উপস্থাপনার জন্য একটি সফটওয়্যারের সহায়তা নেন।

৪। কোন সফটওয়্যার জনাব মাজহাবের জন্য উপযুক্ত?

ক) মাইক্রোসফট এক্সেস

খ) মাইক্রোসফট ওয়ার্ড

গ) মাইক্রোসফট এক্সেল                                                 ঘ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

৫। জনাব মাজহাব সফটওয়্যার ব্যবহার করে…

  1. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপন করবে।
  2. সাউন্ড এবং ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখাবে।

iii. অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

কোনটি সঠিক?

ক) i ও ii                    খ) i ও iii

গ) ii ও iii                ঘ) i, ii ও iii

৬। কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার সর্বোত্তম উদাহরণ?

ক) সিনেমা                 খ) টেলিভিশন             গ) ভিডিও গেম            ঘ) ভিডিও

৭। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে কি তৈরি করা হয় ?

ক) ওয়ার্ড   খ) ডকুমেন্ট

গ) রেকর্ড   ঘ) ডাটাবেজ

৮। ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথম কাজ কোনটি ?

ক) লেখা সাজানো           খ) বানান সংশোধন

গ) প্যারাগ্রাফ সাজানো  ঘ) ফন্ট নির্বাচন

৯। বানান সংশোধনের কাজ কে বলা হয়?

ক) কম্পোজ করা         খ) ওয়ার্ড প্রসেসিং        গ) ফরম্যাটিং করা        ঘ) প্রুফ দেখা

১০।ওয়ার্কসিট বলতে কি বুঝায় ?

ক) বহুঘর বিশিষ্ট একটি হিসাবের ছক

খ) একটি কলাম

গ) ডাটাবেজ   ঘ) একটি সারি

১১। ওয়ার্কসিটের সেল কয় ধরনের হতে পারে?

ক) ১         খ) ২          গ) ৩         ঘ) ৪

১২। স্প্রেডশীট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় হলো-

ক) সারি খ) কলাম গ) সেল ঘ) কোনোটি নয়

১৩। ডাটাবেজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝায়?

ক) ডাটাবেজ বিভিন্নভাবে সাজানো

খ) ডাটাবেজ কে নতুনভাবে নামকরণ করা

গ) ডাটা এন্ট্রি করা

ঘ) নতুন ডাটা অন্তর্ভূক্ত করা

১৪। ডাটাবেজে রেকর্ডের অংশগুলোকে কি বলে?

ক) কাঠামো                খ) ফিল্ড   গ) ডাটা        ঘ) ফাইল

১৫। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য কোন পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে ?

ক) হোমস সার্ভার পদ্ধতি                                                খ) রিসোর্স সার্ভার পদ্ধতি

গ) ওয়ার্ক স্টেশন সার্ভার পদ্ধতি                        ঘ) ক্লায়েন্ট সার্ভার পদ্ধতি

১৬। কুয়্যেরি কি ?

ক) একটি ডাটাবেজকে বিভিন্নভাবে সাজানো

খ) ডাটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি

গ) ডাটাবেজকে তালিকা আকারে উপস্থাপন করা

ঘ) স্বয়ংক্রিয়ভাবে সংখ্যা বদলানো

১৭। প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক) আর স্যামুয়েল টমিলসন

খ) টিম বার্নাস লী

গ) স্টিভ জবস ঘ) বিল গেটস

১৮। সনাতন পাঠদান প্রক্রিয়ার সাথে ই-লার্নিং-এর ভূমিকা কী?

ক) বিকল্প পদ্ধতি         খ) সম্পূরক                 গ) পরিপূরক               ঘ) বিপরীত

১৯। ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে থাকেন-

  1. i. গুগল   ii. ইয়াহু   ট্রান্সটেক

কোনটি সঠিক?

ক) i ও ii                    খ) i ও iii

গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

২০। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে সুনির্দিষ্ট বিষয়গুলো হলো-

  1. দেশের উন্নয়নমূলক কাজে জনগণের সম্পৃক্ততা
  2. মানবসম্পদ উন্নয়ন

iii. প্রযুক্তিভিত্তিক সিভিল সার্ভিস

কোনটি সঠিক?

ক) i ও ii                    খ) i ও iii

গ) ii ও iii                ঘ) i, ii ও iii

২১। কত সালে ভাইরাসের নামকরণ করা হয়?

ক) ১৯৮০ খ) ১৯৮১ গ) ১৯৯০ ঘ) ১৯৯১

২২। ট্রাবল শুটিং কী নির্ণয়ের প্রক্রিয়া?

ক) নেটওয়ার্কের উত্স খ) সমস্যার উত্স           গ) ফাইলের উত্স       ঘ) ডকুমেন্টের উত্স

২৩। EMTS এর পূর্ণরূপ কোনটি?

ক) Electronic Money Transcode System

খ) Electronic Money Tendaring System

গ) Electronic Money Transection System

ঘ) Electronic Money Transfer System

২৪। কোন কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?

  1. স্মার্টফোন     ii. টেলিফোন iii. ফেক্স

কোনটি সঠিক?

ক) i খ) ii     গ) i ও ii                ঘ) i, ii ও iii

২৫। পাসওয়ার্ড ব্যবহার করা হয়-

  1. i. অনলাইন একাউন্টে   প্রিন্টারে

iii. কম্পিউটারে

কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ