• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

রসায়ন:যোজনী মনে রাখার কৌশল

আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

নূরুল ইসলাম আকন্দ

সহকারি অধ্যাপক, রসায়ন বিভাগ

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

৮ ও ১৮ এর

নিয়মে যোজনী

 

 

৮ এর নিয়মঃ ১ থেকে ২১ পর্যন্ত

 

প্রথমে ১ থেকে ৮ পর্যন্ত মৌলের যোজনী জেনে নিতে হবে। মৌলের যোজনী শুরু হয় ১ দিয়ে , এর পরে শূন্য এবং তারপর ১ হতে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৬ পর্যন্ত হয়। যেমন, ১। H এর যোজনী – ১, ২। He – ০, ৩। Li এর যোজনী -১ , ৪। Be এর যোজনী ু ২, ৫।. B এর যোজনী- ৩, ৬। C এর যোজনী- ৪ (যার ৪ হয় তার ২ ও হয়), ৭। N এর যোজনী- ৫ (যার ৫ হয় তার ৩ ও হয়), ৮। O এর যোজনী- ৬ (যার ৬ হয় তার ২ এবং ৪ ও হয়, তবে অক্সিজেন ছোট বলে শুধু ২ হয়)।

এখন দেখবে যেকোন মৌলের সিরিয়াল এর সাথে ৮ যোগ করলে যোগফল যাহা হবে সেই সংখ্যার মৌলের যোজনী আগের মৌলের সমান হবে । যেমন ১ নম্বর এর সাথে ৮ যোগ করলে ৯ হয়, তাহলে ৯ নম্বর মৌলের যোজনীও ১ নং মৌল H এর মতো হবে ১ । অনুরূপভাবে ৯ এর সাথে ৮ যোগ করলে ১৭ হয়, তাই ১৭ নং মৌল Cl এর যোজনী হবে ১।

২ নং মৌলের যোজনী-০, ২+৮=১০, ১০ নং মৌলের যোজনী-০, ১০+৮=১৮, ১৮ নং মৌলের যোজনী-০

৩ নং মৌলের যোজনী -১, ৩+৮=১১, ১১ নং মৌলের যোজনী-১, ১১+ ৮=১৯, ১৯ নং মৌলের যোজনী-১

৪ নং মৌলের যোজনী ২, ৪+৮= ১২, ১২ নং মৌলের যোজনী-২, ১২ +৮=২০, ২০ নং মৌলের যোজনী-২

৫ নং মৌলের যোজনী- ৩, ৫+৮=১৩, ১৩ নং মৌলের যোজনী-৩, ১৩ +৮=২১, ২১ নং মৌলের যোজনী-৩

৬ নং মৌলের যোজনী-২,৪ , ৬+৮= ১৪, ১৪ নং মৌলের যোজনী ২,৪।(বি:দ্র ১৩ এর পরে ৮ যোগ করে অনুরূপ যোজনী পাওয়া যাবে না।

৭ নং মৌলের যোজনী-৩,৫, ৭+৮=১৫, ১৫ নং মৌলের যোজনী ু ৩,৫

৮ নং মৌলের যোজনী-২, ৮+৮=১৬, ১৬ নং মৌলের যোজনী-২,৪,৬।

অর্থাত্ প্রথম ৮ টি মৌলের যোজনী জানতে পারলে ২১ পর্যন্ত মৌলের যোজনী শুধু ৮ যোগ করার নিয়মে জানা যায় । আবার ৮ বাদ দেওয়া নিয়মেও যোজনী বের করা যায়, যেমন, ২০ নম্বর মৌলের যোজনী মনে নেই, তাহলে ২০ থেকে ৮ বাদ দিলে থাকে ১২, এবার ১২ নম্বর এর যোজনীও মনে নেই, ১২ থেকে ৮ বাদ দিলে থাকে ৪, এবার আঙ্গুলে গণনা করি ১, ০, ১, ২ অর্থাত্ ৪র্থ মৌলটির যোজনী হচ্ছে ২, তাই ১২ তম এবং ২০ তম মৌলের যোজনীও ২ হবে । এ ক্ষেত্রে মুখস্ত করার পরিবর্তে প্র্যাকটিস করলে আজীবনের জন্য শিখা হয়ে যাবে । অক্সিজেনের ক্ষেত্রে যোজনী ২ হবে । (চলমান)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ