তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। সোমবার শাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব খানের মন্তব্য পাওয়া না গেলেও তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সবাইকে।
গতকাল পর্যন্ত অপুও এ প্রসঙ্গে কথা বলেননি। মঙ্গলবার সন্ধ্যায় অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেন, তার মন্তব্য ছাড়াই অনেক সংবাদমাধ্যম মনগড়া সংবাদ প্রকাশ করছে। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেন পাশে থাকতে।
অপু বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ। আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন, আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি।
তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন, আমি ব্যাপার গুলো পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো। যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ প্লিজ আমাকে একটু সময় দিন, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরবো।