• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝড় বন্যা ও ভূমিধসে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, নিখোঁজ ৮৯ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধের পর সহায়তা দিতে প্রস্তুত নয়: আমিরাত গোপালগঞ্জে বিএনপি নেতা হত্যায় মহাসচিবের নিন্দা ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ আ.লীগ নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে: মঈন খান  সাধুহাটির জমিদার রাজচন্দ্রের বাড়ি বিলীনের পথে আবারো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৮টি জলকপাট দেশজুড়ে অব্যাহত থাকতে পারে বৃষ্টি, কমবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন ঢাকায়, ক্ষোভ নায়ক নাঈমের গভর্নর ডলার বিক্রি বন্ধ ঘোষণা করলেন

এসএসসি পরীক্ষার প্রস্তুতিবিষয় ॥ জীববিজ্ঞান

আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

  • মোঃ মাসুদ খান
  • প্রধান শিক্ষক
  • ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ
  • ডেমরা, ঢাকা।
  • mashud.khan.dpsc@gmail.com

অধ্যায় ৫ ॥ খাদ্য, পুষ্টি এবং পরিপাক

০১। ম্যাক্রো উপাদান কয়টি?

উত্তর : ৯টি

০২। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কত?

উত্তর : ১০টি

০৩। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে?

উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে।

০৪। কয়টি অত্যাবশ্যকীয় মৌল উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে?

উত্তর : ২টি

০৫। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি?

উত্তর : ১৬টি

০৬। কয়টি অজেব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?

উত্তর : ১০টি

০৭। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে?

উত্তর : পটাশিয়াম

০৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে?

উত্তর : শ্বসন

০৯। সুগারবিট এর মূল ও কান্ডের বৃদ্ধির জন্য কোন উপাদান প্রয়োজন?

উত্তর : ক্লোরিন

১০। কোন উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পাশর্^মুকুল মরে যায়?

উত্তর : পটাসিয়াম

১১। রুটি তৈরির সময় কীসের চাপে রুটি ফাপা হয়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইডের

১২। প্রাণেিদহে শক্তি পরিমাপের একক কী?

উত্তর : ক্যালরি

১৩। সাইটোক্রোমের সাংগঠনিক উপাদানের নাম কী?

উত্তর : আয়রন

১৪। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়?

উত্তর : ফসফরাস

১৫। কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়?

উত্তর : সালফার

১৬। পাতার শীর্ষ ও কিনারা হলুদ হওয়ার কারণ কী?

উত্তর : পটাসিয়ামের অভাব

১৭। কোন উপাদানের অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়?

উত্তর : বোরন

১৮। অতিরিক্ত কোন হরমোন নিঃসরণের ফলে টক্সিক গলগন্ড রোগ হয়?

উত্তর : থাইরক্সিন

১৯। কোন উপাদান ক্লোরোসিস রোগের জন্য দায়ী?

উত্তর : নাইট্রোজেন

২০। পাতার মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোন উপাদান?

উত্তর : ফসফরাস

২১। ফুল ফোটার সময় উদ্ভিদের কান্ড শুকিয়ে যায় কোন উপাদানের অভাবে?

উত্তর : ক্যালসিয়াম

২২। কোন উপাদানের অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়?

উত্তর : ম্যাগনেসিয়াম

২৩। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে?

উত্তর : ফসফরাস

২৪। কোন উপাদানের অভাবে কান্ড খসখসে হয়ে ফেটে যায়?

উত্তর : বোরন

২৫। কোন উপাদানের অভাবে পাতার সবুজ রং হালকা হয়ে যায়?

উত্তর : ম্যাগনেসিয়াম

২৬। উঘঅ, জঘঅ, অঞচ প্রভৃতির গাঠনিক উপাদানের নাম কী?

উত্তর : ফসফরাস

২৭। মিশ্র আমিষে কত প্রকার অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়?

উত্তর : ৮ প্রকার

২৮। উৎস অনুযায়ী আমিষ কত প্রকার?

উত্তর : ২ প্রকার

২৯। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?

উত্তর : ১৬%

৩০। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?

উত্তর : ২০ ভাগ

৩১। গঠন পদ্ধতি অনুসারে শর্করা কত প্রকার?

উত্তর : ৩ প্রকার

৩২। দ্বি-শর্করা কাকে বলে?

উত্তর : দুই অণু বিশিষ্ট শর্করাকে দ্বি-শর্করা বলে।

৩৩। দ্বি-শর্করার উৎস কী?

উত্তর : চিনি ও দুধ

৩৪। কোন খাদ্যে বহু অণুবিশিষ্ট গ্লুকোজ রয়েছে?

উত্তর : আলু ৩৫। সবুজ উদ্ভিদ কোন জাতীয় খাদ্য প্রস্তুত করে?

উত্তর : শর্করা ৩৬। সুক্রোজ ও ল্যাকটোজ কোন ধরনের শর্করা?

উত্তর : দ্বি-শর্করা

৩৭। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে কতগুণ ক্যালরি থাকে?

উত্তর : দ্বিগুণ ৩৮। উৎস অনুযায়ী ¯স্নেহ পদার্থ কয় ধরনের?

উত্তর : ২ ধরনের

৩৯। একজন পূর্ণবয়স্ক লোকের জন্য প্রতিদিন কতটুকু চর্বির প্রয়োজন?

উত্তর : ৫০-৬০ গ্রাম

৪০। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?

উত্তর : স্নেহ জাতীয়

৪১। চর্বি প্রধানত দেহের কোথায় জমা থাকে?

উত্তর : ত্বকের নিচে ৪২। ভিটামিনকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?

উত্তর : ২ শ্রেণিতে

৪৩। দুধ, ডিম, যকৃত, মাছের তেল ও ভোজ্যতেল হতে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়?

উত্তর : ভিটামিন ‘ডি’

৪৪। জীবন রক্ষায় অক্সিজেনের পর কোনটির অবস্থান?

উত্তর : পানি

৪৫। মানবদেহে পানির কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৩ ভাগে ৪৬। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন?

উত্তর : ৪৫-৬০ ভাগ

৪৭। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালি থেকে কী করে?

উত্তর : পরিশোষণ করে

৪৮। সেলুলোজ ও রাফেজ কোন ধরনের শর্করা?

উত্তর : জটিল ৪৯। খাদ্যআঁশ উদ্ভিদের কী তৈরি করে?

উত্তর : কাঠামো

৫০। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত?

উত্তর : ৪ : ১ : ১

৫১। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমহীন পুরুষের দৈনিক কত গ্রাম মাছ বা মাংস খাওয়া উচিত?

উত্তর : ৩০ গ্রাম

৫২। ডিমের প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চর্বি থাকে?

উত্তর : ১৩.৩ গ্রাম

৫৩। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় কত গ্রাম পরিমাণ দুধ থাকা দরকার?

উত্তর : ২০০ গ্রাম

৫৪। প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে অমিষের পুষ্টিমাণ কত?

উত্তর : ২১.৮ গ্রাম

৫৫। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?

উত্তর : ৭-৮ গ্লাস ৫৬। চালে শতকরা কত ভাগ শর্করা থাকে?

উত্তর : ৭৯ ভাগ ৫৭। মসুর ডালে আমিষের পরিমাণ কত?

উত্তর : ২৪.১%

৫৮। ১ গ্রাম চর্বি হতে কত ক্যালরি শক্তি পাওয়া যায়?

উত্তর : ৯ ক্যালরি

৫৯। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?

উত্তর : থাইরয়েড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ