• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

বিসিএস কর্নার

আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

১। টঘঊঝঈঙ কবে সুন্দরবনকে বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?

ক) ৬ ডিসেম্বর, ১৯৯৭

খ) ৬ ডিসেম্বর, ১৯৯৯

গ) ৭ ডিসেম্বর, ১৯৯৭

ঘ) ৯ ডিসেম্বর, ১৯৯৯

২। ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী’ চালু হয় কত সালে?

ক) ১৯৯০ সালে

খ) ১৯৯১ সালে

গ) ১৯৯৩ সালে

ঘ) ১৯৯৯ সালে

৩। বাংলাদেশে কোথায় সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়?

ক) কক্সবাজার

খ) চট্টগ্রাম

গ) খুলনা

ঘ) পটুয়াখালী

৪। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৩৫ সালে

খ) ১৯৪৮ সালে

গ) ১৯৩৭ সালে

ঘ) ১৯৩১ সালে

৫। বাংলাদেশ তথা পৃথিবীর বৃহত্তম ‘টাইডাল’ বনভূমি কোনটি?

ক) পাহাড়ি বনাঞ্চল

খ) চকোরিয়া বনাঞ্চল

গ) কক্সবাজার বনাঞ্চল

ঘ) সুন্দরবন বনাঞ্চল

৬। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা

ক) খাগড়া ভেলী

খ) তেঙ্গী ভেলী

গ) জাবরী ভেলী

ঘ) ম্যারিস্যা বেলী

৭। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশের পর কোন স্থানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে?

ক) চাঁদপুর

খ) গোয়ালন্দ

গ) ভৈরব

ঘ) নারায়ণগঞ্জ

৮। বাংলাদেশে স্থানীয় শাসন আইন কবে জারি করা হয়?

ক) ১৯৭২

খ) ১৯৭৬

গ) ১৯৮২

ঘ) ১৯৮৬

৯। বাংলাদেশে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় কত সালে?

ক) ১৯৬৫ সালে

খ) ১৯৬৬ সালে

গ) ১৯৬৭ সালে

ঘ) ১৯৬৮ সালে

১০। নদী গবেষণা ইনস্টিটিউট কত সালে ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত করা হয়?

ক) ১৯৭৭ সালে

খ) ১৯৭৯ সালে

গ) ১৯৮০ সালে

গ) ১৯৮৮ সালে

১১। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৭১ সালে

খ) ১৯৭২ সালে

গ) ১৯৭৩ সালে

ঘ) ১৯৭৪ সালে

১২। ‘জাতীয় রাজনীতি : ১৯৪৫ থেকে ৭৫’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) আবুল মনসুর আহমদ

খ) অলি আহাদ

গ) আবদুল গাফফার চৌধুরী

ঘ) মুনতাসীর মামুন

১৩। ১৯৭১ সালের কোন তারিখে ‘স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামে ঘোষণা দেয়া হয়?

ক) ২৬ মার্চ

খ) ১০ এপ্রিল

গ) ১৭ এপ্রিল

ঘ) ১৬ ডিসেম্বর

১৪। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে?

ক) লর্ড রিপন

খ) ওয়োরেন হেস্টিংস

গ) লর্ড কর্ণওয়ালিস

ঘ) লর্ড বেন্টিঙ্ক

১৫। দেশের প্রথম আবিষ্কৃত সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?

ক) কুতুবদিয়া

খ) সাঙ্গু

গ) সেমুতাং

ঘ) হালদা

১৬। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত?

ক) মনিপুর

খ) অরুণাচল

গ) নাগাল্যান্ড

ঘ) সবগুলো

১৭। বর্তমান ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর প্রাচীনকালের কোন জনপদের অধীনে ছিল?

ক) বঙ্গ

খ) গৌড়

গ) রাঢ়

ঘ) হরিকেল

১৮। মহাস্থানগড় এক সময় রাজধানী ছিল, তখন তার নাম ছিল

ক) মহাস্থানগড়

খ) কর্ণসুবর্ণ

গ) পুন্ড্রনগর

ঘ) রামাবর্তী

১৯। ২০১৪ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান কে?

ক) প্যাত্রিক মোদিয়ানো, ফ্রান্স

খ) ইভিন্দ জনসন, সুইডেন

গ) নেলি স্যাচ, জার্মানি

ঘ) জোস একগ্যারি, স্পেন

২০। ২০ অক্টোবর ২০১৪ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে?

ক) সুসিলো বামবাং ইউধিয়ানো

খ) জোকো উইদোদো

গ) মেঘবর্তী সুকর্ণপুত্রী

ঘ) নাজিব রাজাক

২১। ব্রিটন উডস সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত ওগঋ কবে থেকে কার্যক্রম শুরু হয়?

ক) ১৯৪৫ সাল থেকে

খ) ১৯৬০ সাল থেকে

গ) ১৯৬৫ সাল থেকে

ঘ) ১৯৭০ সাল থেকে

২২। ‘আমান’ কোন দেশের সেনা গোয়েন্দা সংস্থা?

ক) ইসরাইল

খ) মিসর

গ) ইরাক

ঘ) ইরান

২৩। পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?

ক) মিয়ানমার, থাইল্যান্ড ও চীন

খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

গ) মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া

ঘ) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান

উত্তর :

১.ক ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ