চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে শনিবার প্রতিবন্ধি ও অসহায় শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকার অর্ধসহস্রাধীক প্রতিবন্ধি ও অসহায় শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেছেন। তিনি জানান, এক সময় তিনি দরিদ্র ছিলেন তার মা তাকে আর্শীবাদ করায় আজ তিনি অর্থ সম্পদের মালিক হয়েছেন। তার মা মৃত্যুকালে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন মহান বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বরের পর যে কোন একটা তারিখে এলাকার যত প্রতিবন্ধি ও অসহায় শিশু থাকবে তাদের মাঝে যেন উন্নত খাবার প্রদান করা হয়। মায়ের কথা রাখতে মেম্বর নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে প্রতি বছর আজ পর্যন্ত এ খাবার পরিবেশন করে থাকেন। আগামীতেও এ সময়ের মধ্যে উন্নত খাবার পরিবেশন অব্যহত থাকবে বলে তিনি জানান। এ সময় অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন, উপজেলা আ’লীগ শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবুসহ গোহালবাড়ী ইউনিয়নের সকল মেম্বর, বীর মুক্তিযোদ্ধাসহ সূধীগণ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে প্রতিবন্ধি ও অসহায় শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করছেন নজরুল ইসলাম মেম্বার নিজেই।