• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

বাগেরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট পরিবার পরিকল্পনা জেলা ও সদর উপজেলা আয়োজিত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।  বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, মা ও শিশু  কল্যাণ কেন্দ্রে  চিকিৎসক আব্দুস সামাদ, চিকিৎসক শ্রী অনিল কুন্ডু প্রমুখ। আয়োজকরা জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন পালন করা হবে। এজন্য জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিদের সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে প্রতিটি মানুষ পরিবার পরিকল্পনা বিভাগের  দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতিগুলো সেবা সর্ম্পকে জানতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ