ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” ১৫বারের অধিক স্বেচ্ছায় রক্তদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করেছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যেমে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও স্মারক দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী, “সমাজসেবায় স্বেচ্ছাসেবীদের আবদান” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় অভ্যুদয় সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, উদ্বোধন করেন পৌরসভার মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা এআরএম শামছুর রহমান লিটন, ভালুকা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান তুহিন ও অভ্যুদয় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু। অন্যান্যের মধ্যে ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, এস.এম শাহজাহান সেলিম, বয়েজ ক্লাব ভালুকার প্রতিষ্ঠাতা শামিউল হক শামিম, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, ভালুকা ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সুমন খান, সঞ্জীবন ভালুকা শাখার সভাপতি হাবিবুর রহমান শান্ত, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, অভ্যুদয় সংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মামুন প্রমুখ।