• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

তিন দিনেই একশো কোটির ক্লাবে টাইগার জিন্দা হ্যায়

আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

মাত্র তিনদিনেই একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছে বলিউড মেগাস্টার সালমান খানের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। শুধু তাই নয়, সালমানের আগের ছবিগুলির ব্যবসার যাবতীয় রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবিটি। সেই সঙ্গে বলিউডের প্রথম ছবি হিসাবে একদিনে ৪৫ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। এর আগে কোনও ছবি একদিনে এত কোটির টাকার ব্যবসা করেনি।
মুক্তির আগে থেকেই ঝড় তুলেছে টাইগার জিন্দা হ্যায়। ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার পেয়েছে। স্বাভাবিক ভাবে ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। তার উপর বড়দিনের সময় মুক্তি পায় ছবিটি। প্রথম দিনই ৩৪.১০ কোটি টাকার ব্যবসা করে টাইগার জিন্দা হ্যায়। দ্বিতীয় দিন ৩৫.৩০ কোটি এবং তৃতীয় দিন ৪৫.৫৩ কোটি টাকার ব্যবসা করে। এটাই বলিউডের প্রথম ছবি যা একদিনে ৪৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। সব মিলিয়ে তিনদিনেই ১১৪.৯৩ কোটি টাকা ঘরে তুলে আনে ছবির প্রযোজকরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মধ্যদিয়ে সালমানের ১২টি ছবি একশো কোটির ক্লাবে চলে গেল।
ট্রেন্ড বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে লেখেন, ‘টাইগার জিন্দা হ্যায় বক্স অফিস চ্যাম্পিয়ন।’ এর আগে সালমানের কোনও ছবি তিনদিনে এত কোটি টাকার ব্যবসা করতে পারেনি। ব্লকবাস্টার ছবি বজরঙ্গি ভাইজান মুক্তির তিনদিনের মধ্যে ১০২.৬০ কোটি টাকা ব্যবসা করে। সালমানের আরও এক সুপার ডুপার হিট ছবি ‘সুলতান’ তিনদিনের বক্স অফিস কালেকশন ছিল ১০৫.৫৩ কোটি টাকা। আশা জাগিয়েও সেভাবে ব্যবসা করতে পারেনি ‘টিউবলাইট’ ছবিটি। তিনদিনে এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ৬৪.৭৭ কোটি টাকা। যেভাবে টাইগার জিন্দা হ্যায় প্রশংসিত হচ্ছে তাতে ছবিটি খুব তাড়াতাড়ি তিনশো কোটির ক্লাবে নাম লিখিয়ে নেবে। এর আগে সালমান খান অভিনীত বজরঙ্গী ভাইজান (৩২০.৩৪ কোটি) ও সুলতান (৩০০ কোটি) তিনশো কোটিতে পৌঁছেছিল৷
শুধু দেশে নয় বিদেশেও ভালো ব্যবসা করেছে ছবিটি। তরণ আদর্শ টুইট করেন, আমেরিকা, কানাডাতে ছবিটি ৭ কোটির টাকার কাছাকাছি ব্যবসা করেছেভ। তবে বক্স অফিসে যতই ঝড় তুলুক না কেন এখনও অবধি বাজেটের টাকাও উঠে আসেনি। টাইগার জিন্দা হ্যায় ছবির বাজেট ১৫০ কোটি টাকা। তাই লাভ করতে হলে ৩০০ কোটি টাকার ব্যবসা করতেই হবে। তবে নিঃসন্দেহে বলিউডে অনেক দিন পর ফ্লপের খরা কাটল। এই বছর বড় বড় বাজেটের ছবি গুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি ছবি একশো কোটি পেরিয়েছে। শুধু ‘বাহুবলী টু’ ছবিটি এক হাজার কোটি টাকার ব্যবসা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ