চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বুধবার বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠার একযুগ পূর্তি পালিত হয়েছে। সকালে বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানাতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ড. মাযহারুল ইসলাম তরু, সাংবাদিক শহিদুল হুদা অলক, ডাবলু ঘোষ, ইমতিয়ার ফেরদৌস সুইট প্রমুখ। বক্তারা বলেন মু্িক্তযুদ্ধের চেতনা ধারণ করে বৈশাখী টিভি এগিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য বৈশাখী টিভির কাছে আহবান জানান তারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।