• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

বিকল্প চাষাবাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

সিংড়া(নাটোর)প্রতিনিধি॥
চলনবিলে বর্ষাকালে পানি থাকবে এটাই স্বাভাবিক।বর্ষার পানি যেমন মঙ্গল বয়ে আনে,আবার অনেক সময় অমঙ্গলের কারন হয়ে দ্বাড়ায় । তেমনি অমঙ্গল বয়ে এনেছে চলনবিল এলাকার গম চাষিদের ভাগ্যে। সারা দেশের মত গত বর্ষা মৌসুমে চলনবিলে অস্বাভাবিক ভাবে বন্যা দেখা দেয়। পানি নামতে অতীতের বছর গুলোর চেয়ে এবছর বেশি সময় লেগেছে যার মাসুল গুনতে হচ্ছে এ অঞ্চলের গম চাষিদের। গত নভেম্বর মাস থেকে ৫ ডিসেম্বর পযর্ন্ত গম চাষের ভরা মৌসুম ছিল। মৌসুম শেষ হয়ে গেলেও একখনও জমি তৈরি করতে পারেনি অনেক কৃষক। তবে দু একজন কাঁদা পানির মধ্যে জমিতে গম বিজ ছিটালে ঐ পদ্ধতি তেমন ভাল উপকারে না আসার কারনে জমি শুকানোর আশায় ছিল কৃষক গত কয়েকদিনের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে সে আশা ভেঙ্গে  গেছে। বৈরি আবহাওয়ার মধ্যেদিয়ে গম চাষ অব্যহত ও এখনও অনেক জমি চাষের উপযোগি হয়নি। চলনবিল এলাকার কৃষি অফিস গুলোর তথ্যমতে এবছর চলনবিল এলাকায় গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯,৯১৫ হেক্টর। এ পযর্ন্ত চাষ হয়েছে ৬,৮৬০ হেক্টর।এর মধ্যে সিংড়া উপজেলায় ৬০০হেক্টর,তারাশ ২২০ হেক্টও, উল্লাপাড়া ২৫০ হেক্টর,আত্রাই ৩১০ হেক্টর,গুরুদাসপুর ১৮০ হেক্টর,নলডাঙ্গা ১,১৫০ হেক্টর,ফরিদপুর ১,৩৫০ হেক্টর, ভাংগুড়া ৪৮০ হেক্টও ও শাহাজাদপুরে ৯৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। সরেজমিনে ঘুরে ও বিভিন্ন সূত্রে জানাগেছে। সিংড়ার হিয়ালা চর, তাড়াশের মাদিয়াবিনদ সকুনা, আত্রই মহাদিঘি, সাহেবগঞ্জ, গুরুদাসপুরের ঘুবজিপুর শ্রৗপুর, ফরিদপুরের চিঠুলিয়া,পার ভাংগুড়া মন্ডতোষসহ চলনবিলের বিভিন্ন এলাকার গম চাষ হয়েছে। গম চাষের মৌসুম না থাকলেও এখনও অনেক কৃষক গম চাষ করলেও কৃষকদের মাঝে বিকল্প চাষাবাদ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিকল্প চাষ হিসাবে ধান, ভুট্টা, বাদাম, মিষ্টি আলু, মশুর কালাই সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদের কথা ভাবছে কৃষক।সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, চলনবিল মূলত নিচু অঞ্চল বর্ষার পানি নামতে সময় লাগায় এবছর গম চাষ কিছুটা কম হয়েছে। তারাশ কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যেহেতু গমের মৌসুম আর নেই সেহেতু বিকল্প চাষাবাদের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ