উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব-রেজিষ্ট্রার অফিসে প্রায় দেড় বছর ধরে স্থায়ী সাব-রেজিষ্ট্রার নেই। সপ্তাহের এক থেকে দু’দিন বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন উপজেলার সাব-রেজিষ্ট্রারে এ অফিস চলছে। এ অফিসে জমি কেনা বেচায় জনগনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বিগত ২০১৭ সালে মোট ৭ হাজার ৯শ ৭৭ টি দলিল সম্পাদন হয়েছে। জেলার গুরুত্বপুর্ণ ও বিপুল সংখ্যক জনবসতির উল্লাপাড়ার সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল সম্পাদনের কার্যক্রম সপ্তাহে এক দু’দিন চলছে। গত দেড় বছর এভাবেই চলে আসছে। এ সময় জেলার চৌহালী, শাহজাদপুর, তাড়াশ উপজেলার সাব-রেজিষ্ট্রার এ অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করেছে। বর্তমানে তাড়াশ উপজেলার সাব-রেজিষ্ট্রার এ অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ অফিসের একাধিক দলিল লেখকের বক্তভ্যে দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিষ্ট্রার না থাকায় জমি কেনা বেচায় দলিল সম্পাদনে সাধারণ জনগনের বেশ ভোগান্তি হচ্ছে।