• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বিনামূল্যের বই বিতরণে টাকা আদায় প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

উল্লাাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া সোমবার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীকে উপজেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ স্কুলের ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকে ১শ টাকা করে আদায় করা হয়।
চালা গ্রামের অভিভাবকগণ অভিযোগ করেন, বই দেওয়ার শুরুতেই প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষকগণ তাদের সন্তানদের কাছ থেকে ১শ টাকা করে আদায়ের পর নতুন বই দেয়া হয়। বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানকে জানালে তিনি শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। এ সময় টাকা নেয়া বন্ধ হয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীর বক্তব্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে স্কুলের বিদ্যুৎ ফি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যয় নির্বাহের জন্য তারা একশত টাকা করে শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করেছিলেন। স্কুলের সভাপতি সাইদুর রহমান জানান, স্কুলের খেলাধুলা ও বইমেলার চাঁদা বাবদ অনেক টাকা লাগে। মূলত এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.জি মাহমুদ ইজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ