চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে বিস্ফোরক মামলায় এক শিবির কর্মীকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে হওয়া বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্তে পাওয়া আসামী শিবির ক্যাডার উপজেলার পোল্লাডাংগা নাজিরপুর গ্রামের ইসলাম আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৪)কে গ্রেফতার করা হয়েছে। এসআই ওসমান আলী ও এসআই রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসিরউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।