• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

হৃতিকের স্ত্রী হচ্ছেন ম্রুনাল ঠাকুর

আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

আবারো আলোচনায় সুপারস্টার হৃতিক রোশন। তাকে নিয়ে নতুন খবর হলো, হৃতিকের স্ত্রী হতে চলেছেন ম্রুনাল ঠাকুর! ম্রুনাল কে মনে করতে পারছেন? জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’র অভিনেত্রী ম্রুনাল। যাকে সবাই ‘বুলবুল’ নামেই বেশি চেনে।
এই ‘বুলবুল’ ম্রুনালই নাকি হতে পারেন হৃতিক রোশনের স্ত্রী। না, অবাক হওয়ার কিছু নেই। স্ত্রী সুজান খানের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও, বাস্তবে হৃতিকের ফের বিয়ের কোনও খবর পাওয়া যায়নি। তিনি নিজেও এমন কোনও কথা কোথাও বলেননি।
তাহলে ঘটনাটা কী? আসলে, ম্রুনাল ঠাকুর হৃতিকের সিনে লাইফের সহধর্মিণীর চরিত্রে অভিনয় করতে পারেন বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর মিলেছে।
বিকাশ বহেল পরিচালিত আগামী ছবি ‘সুপার ৩০’-তে একসঙ্গে অভিনয় করতে পারেন হৃত্বিক ও ম্রুনাল। ‘সুপার ৩০’-তে এক জন গণিতজ্ঞের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। হৃত্বিকের স্ত্রীর ভূমিকায় ম্রুনালের অভিনয় করার কথা শোনা গেলেও, পরিচালক সরাসরি এ ব্যাপারে কিছু নিশ্চিত করেননি।
‘সুপার ৩০’-র জন্য প্রথমে ক্যাটরিনা কাইফকে পছন্দ ছিল পরিচালকের। যদিও পরে সেটি জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন বিকাশ। জানা গিয়েছে, হৃতিকের স্ত্রীর চরিত্রটির ছবিতে খুব বেশি সময় অভিনয় করার সুযোগ নেই। তাই কোনও নতুন অভিনেত্রীকেই ছবিতে সুযোগ দেওয়া হতে পারে। খবর এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ