ধামরাই (ঢাকা) থেকে॥
ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দোয়া ও মিলাদের মাধ্যামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ৪ ঘটিকার সময় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধামরাই সরকারী কলেজের হল রোমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলচনা সভায় ধামরাই সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা-২০,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। এই সময় তিনি তার সংক্ষিত বক্তবে বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে দেশের উন্নয়ন করতেছে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।কারণ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের আওযামী-ছাত্রলীগকে স-ুসংগঠিত করে দেশকে উন্ন্য়নের দিকে নিয়ে গেছে। আজকে যুবলীগ-ছাত্রলীগই আগামী দিনের রাজনৈতিক নেতা হয়ে দেশের মানুষের পাশে দাড়াবে। এবং তারাই দেশের উন্নয়ন করবে। তাই আমাদের মনে রাখতে হবে মিলে মিশে করব কাজ দেশের জন্য হবে উন্নয়ন।উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন এস এম মৃদৃল আল মামুন জয় সদস্য বাংলাদেশ ছাত্রলীগ, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আকরাম হোসেন,ধামরাই উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ খাইরুল ইসলাম,কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি, ধামরাই পৌর-আওয়ামী-লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন,ধামরাই পৈার-যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, কুল্লা ইউনিয়নের সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মানছুর রহমান,ধামরাই সরকারী কলেজের ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব,কুল্লা ইউনিয়নের যুবলীগ-ছাত্রলীগের সকল নেতাকর্মীসহ মোঃ সাইদুল ইসলাম পিয়াস,তুষার আহম্মেদ শান্ত, মোঃ উজ্জল হোসেনসহ, প্রমুখ উপস্থিত ছিলেন।