• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

হাড় কাঁপানো তীব্র শীতে পাবনায় ৬ জনের মৃত্যু

আপডেটঃ : সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
হাড় কাঁপানো তীব্র শীত ও হিমেল বাতাসে পাবনার সর্বত্র জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্বরণকালের সর্বনিন্ম তাপমাত্রায় ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার পাবনা জেলায় ৫.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৃর্ষের আলোর দেখা মেলেনি সোমবার বিকাল পর্যন্ত। ঘোন কুয়াশা ও হিমেল বাতাসে মানুষের পাশাপাশি পশু পাখিও কাহিল হয়ে পড়েছে। কুয়াশার কারণে যানবাহন চলাচলও কমে গেছে। সোমবার পাবনা জেলায় তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রী সেলসিয়াস। জেলার ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের টিপিও আব্দুল খালেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের রেজিষ্টার সুত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত অ্যাজমা রোগে আক্রান্ত নারী-পুরুষ সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, পাবনা সদর থানার দ্বীপচর গ্রামের লোকমান প্রামানিক, আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামের আবু বকর প্রামানিক, বনগ্রামের মোছ: খোরশেদা খাতুন ও মনসুর আলী, সুজানগর থানা পাড়ার আলহাজ্ব আছির উদ্দিন ও আটঘরিয়া থানার পারখিদিরপুর গ্রামের আব্দুল কাদের প্রাং। এছাড়া ঠান্ডাজনিত রোগে ৭৪ জন রোগিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের শিশু ও বৃদ্ধ নারী-পুরুষই বেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ