‘লগান’ খ্যাত বলিউড অভিনেতা শ্রীবল্লভ ব্যাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রবিবার রাজস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ২০০৮ সাল থেকে পক্ষাঘাতে শয্যাশায়ী ছিলেন তিনি।
২০০৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাত হয় তার। তার পর থেকেই শয্যাশায়ী ছিলেন। আর্থিক অনটনের কারণেই শ্রীবল্লভকে নিয়ে যাওয়া হয়েছিল জয়সলমিরের একটি সরকারি হাসপাতলে।
২০১৩ সালে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতার স্ত্রী অভিযোগ করে বলেছিলেন, ‘শুধু আমিই জানি, কীভাবে টাকার জোগাড় করছি। আমরা মুম্বাই ও জয়সলমির থেকে চলে এসেছি টাকার অভাবেই। সিনেমা ও টিভি সংগঠনও আমাদের পাশে দাঁড়ায়নি। একটা ট্রাস্ট তৈরি করেই দায় সেরেছে।’
শ্রীবল্লভ ব্যাস বলিউড তথা ভারতীয় ছবির বেশ পরিচিত মুখ। আমির খানের ‘লগান’ ছাড়াও সরফারোশ, শূল, অভয়, বোস: দ্য ফরগটেন হিরো সহ অনেক ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি। হয়েছিলেন ব্যাপক প্রশংসিত। বাসস।