উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টিয়রহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জিন্নাহ সরদারের দু’বিঘা জমির পিয়ারা বাগানে সব গাছ কেটে ফেলা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা হয়েছে। জিন্নাহ সরদার উল্লাপাড়া থানায় দেওয়া অভিযোগপত্রে বলেছেন, জমাজমি নিয়ে তার নিকট প্রতিবেশী স্বজন একই গ্রামের রাসেল সরদার, আলতাফ সরদার ও আলী আশরাফের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এ শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে তারা তাদের লোকজন দিয়ে ঘটনার রাতে তার পিয়ারা বাগানে প্রায় ১ হাজারও বেশি গাছ কেটে ফেলেছে। ইতোমধ্যেই প্রতিটি গাছে পিয়ারা ধরতে শুরু করেছিল। গাছগুলো তার সন্তানের মত। তার সঙ্গে স্বজনদের শত্রুতা থাকতে পারে। কিন্তু গাছের সঙ্গে কেন ? পুরো বাগানে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। উল্লাপাড়া মডেল থানা কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে এর তদন্ত শুরু করেছে।