পাবনা জেলা প্রতিনিধি॥
পাবনায় উৎসবমুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার এ উপলক্ষে পাবনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণসমাবেশে পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যড: তসলিম আহসান সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, দপ্তর সম্পাদক এ্যড: আব্দুল আহাদ বাবু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মোমিন নান্নু, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমূল কবির খান শান্ত, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক শিবলী সাদিক প্রমুখ। র্যালীতে জেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন।