চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ১০/০১/২০১৮ ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বোগলাউড়ি ঘাটের দক্ষিণ পার্শ্বে জনৈক বজলার রহমান @ ভ্যাজালী এর রুপালী ইটভাটার পশ্চিমে ছোট নতুন পানির ট্যাংকের দক্ষিণ পাশে একজন ব্যক্তি অবৈধভাবে নিষিদ্ধ সর্বনাশা মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে (ক) ১৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ৪,২১,৫০০/-টাকা), (খ) ০১ টি মোবাইল ফোন ও (গ) মাদক বিক্রয়লব্ধ নগদ-১১০০/-টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কামাল মন্ডল (৪০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-উত্তর উজিরপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কিছু সময় পরে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল আবারও গোপন একটি সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঘোড়াপাখিয়া (ঝিল্লিপাড়া) গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান @ ডলার (৪৬), পিতা-আলহাজ্ব হাবিবুর রহমান তার নিজ বসতবাড়ীতে অবৈধভাবে নিষিদ্ধ সর্বনাশা মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ১৯:৩০ ঘটিকায় উক্ত বসতবাড়ী ঘেরাও করে সুকৌশলে অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ী ২। মোঃ মোস্তাফিজুর রহমান @ ডলার (৪৬) কে (ক) ১৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ৫,২৯,৫০০/-টাকা), (খ) ০২ টি মোবাইল ফোন ও (গ) মাদক বিক্রয়লব্ধ নগদ-৬৩০/-টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ অত্র চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এই দুইটি ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।