সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কুলঘাট এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১২ জন জুয়ারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের হেফাজতে নাজিম উদ্দিন শিকদার (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। নিহত জুয়ারী নাজিম শিকদার টাঙ্গাইল সদর উপজেলার সালিনা গ্রামের মৃত আজিম উদ্দিন শিকদারের ছেলে বলে জানা গেছে।
ডিবি পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার বিভিন্নএলাকায় দীর্ঘদিন ধরে থানা পুলিশের সহায়তায় প্রভাবশালীরা ওয়ান-টেনসহ বিভিন্নজুয়ার আসর পরিচালনা করে আসছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল ইসলামের নেতৃত্বে জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৪-৩১৭৮) গাড়ীসহ ১২ জন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত নাজিম শিকদারকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জেলা ডিবি’র ওসি মো. সালেমুজ্জামান জানান, ‘জুয়ারী নাজিম শিকদার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আটককৃত অন্য ১২ জন জুয়ারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হবে। এছাড়া নিহতের ময়না তদন্তের পর লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এদিকে নিহতের ছোটভাই আব্দুল কাদের শিকদার জানান, ‘তার বড়ভাই টাঙ্গাইল ডিসি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন। তিনি জুয়ার সাথে সম্পৃক্ত ছিলেন না।’ মৃত্যুর বিষয়টি সন্দেহজনক অভিযোগ করে তিনি তদন্তের দাবি জানান।