সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে “ঐক্য, দেশপ্রেম ও মানবাধিকার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর সরিষাবাড়ী উপজেলা শাখার বার্ষিক মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাসক এর চেয়ারম্যান সাগরিকা ইসলাম। সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ মোঃ আসাদুল্লাহর সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাসক পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান শাহান, প্রতিষ্ঠাতা ও পরিচালক (অর্থ) মনি মোহন বিশ্বাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌরসভার মেয়র মোঃ রুকুনুজ্জামান রুকন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন। সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট বদ্রুদ্দুজা বাহাদুর সমাজে যারা বিত্তবান তারাই সবচেয়ে বেশী মানবাধিকার লংঘন করে। বক্তারা দলমত নির্বিশেষে সকলকে মানব সেবায় নিয়োজিত করার আহবান জানান। সভার শেষে প্রধান অতিথি প্রায় ৩০ জনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।