উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শনিবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সিনিয়র পুলিশ সুপার শরাফত হোসেন, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ প্রমুখ। এ মেলায় ৪৫টি স্টলের মধ্যে উল্লাপাড়া পৌরসভার প্রথমস্থান অর্জন করে। এছাড়া উপজেলা কৃষি অফিস দ্বিতীয় ও ফায়ার সার্ভিস তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করেন।