উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার সকাল সাড়ে দশটায় বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীগণ তাদের চাকুরী জাতীয়করণের দাবীতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন এবং স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে মানববন্ধন কালে বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মোঃ মিজানুর রহমান, গৌর কুমার ঘোষ, আবু ইউসুফ মন্টু, নিখিল কুমার ঘোষ, আবু জাফর মাহমুদ, সাইফুল ইসলাম প্রমুখ।