• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন কর্মসুচি পালিত

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বেসরকারি শিক্ষক কর্মচারিদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারিদের নয়টি সংগঠন যৌথ মৌর্চায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে দু’ঘন্টা ধরে চলা মানব বন্ধনে শিক্ষক- কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা তাদের বক্তব্যে ২২ জানুয়ারীর মধ্যে তাদের দাবী মানা না হলে বেসরকারী স্কুল, কলেজ, কারিগরী ও মাদ্রাসার শিক্ষক- কর্মচারীরা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার ধর্মঘট পালনের ঘোষনা দেন। নয় টি সংগঠন যৌথমৌর্চায় শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।মানব বন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ কর্মসূচী পালন করে দুপুর ১টায় বাগেরহাট কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে এ মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ অংশ নেন। মাববন্ধনে বক্তব্য দেন, শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি ও শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির আহ্বায়ক সমন্বনকারী মুকুন্দ কুমার দাস, সদর উপজেলার আহবায়ক হুমায়ুন কবির ,শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির যুগ্ন আহ্বায়ক ঝিমি মন্ডল ও আব্দুল আলীম প্রমূখ।বক্তরা বলেন,আমরা নয়টি সংগঠন একত্রিত হয়ে আমাদের ১১ দফা দাবি আদায়ের লক্ষে এই আন্দোলন করছি। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে এ ক্ষেত্রে কেন বৈষম্য বিরাজ করছে। তৃণমুল পর্যায়ে আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক্ষক কর্মচারি রয়েছি তাদের অবিলম্বে জাতীয়করণ না করে সরকার আমাদেও উপর বিরুপও বিরাগ ভাজন আচারণের পরিচয় দিয়েছে।বিষয় গুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি উৎসব, বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়াসহ ১১ দফা দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ