বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হওয়ায় প্রথম পুরুস্কার পেল বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। ড্রোন, থ্রী-ডি প্রিন্টার, বিমান বহনকারী জাহাজ, অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তেল শোধনের জাহাজের মডেল আবিস্কারের জন্য প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেয়া হয়।এছাড়া বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগকে দ্বিতীয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তৃতীয় পুরুস্কার প্রদান করা হয়। তবে এ মেলায় আরও যারা অংশগ্রহন করেন তাদেরকেও ভিন্নভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।শনিবার রাতে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠারেনে মধ্যদিয়ে এ মেলা সমাপ্ত হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপ সচিব কাজী আবেদ হোসেন, স্থানীয় সরকার শাখা বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মামুন-উল-হাসান।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ আবতাভ হোসেন আনিসুজ্জামান মাসুদ, সহকারী কমিশনার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ, হিমাদ্রী খিসা, মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে স্টলগুলোর প্রতিনিধিদের সাথে জেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলার সমাপনি দিনে স্টল গুলোতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।