কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদের সভাপ্রধানে এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকার প্রতিটি কাজে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিন্ত করতে নারীদের এগিয়ে আসতে হবে
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, আ’লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সভাপতি কামরুন্নাহার ভূইঁয়া, সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা ও পৌর আ’লীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।
সভাটি পরিচালনা করেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা তাসলিমা চৌধুরী।