• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আ’লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) দুইটি উপজেলা নিয়ে টাঙ্গাইল-১ আসন গঠিত। এই আসনের বর্তমান এমপি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী জনপ্রিয় ড. আব্দুর রাজ্জাক। তিনি পরপর তিনবার টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে তুমূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভবনা রয়েছে। ইতোপূর্বে ১০টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ৬ বার, বিএনপি প্রার্থী ২ বার, জাসদ ১ বার এবং স্বতন্ত্র প্রার্থী একবার বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান এমপি সাবেক খাদ্যমন্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য জনপ্রিয় ড. আব্দুর রাজ্জাক ছাড়াও সরকার দলের একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এমপি ড. আব্দুর রাজ্জাকের বোন দলের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম খান বাবু এবং স্কয়ার হাসপাতালের পরিচালক ডাঃ সানোয়ার হোসেনের নামও আলোচিত হচ্ছে। তারা প্রত্যেকেই নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানার ও গেইট টাঙিয়ে শুভেচ্ছা জানানো সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ সূত্র জানায়, বর্তমান এমপি সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ঢাকা অথবা জামালপুরের কোন একটি আসন দিয়ে টাঙ্গাইল-১ আসনে শামসুন নাহার চাঁপাকে মনোনয়ন দেওয়া হতে পারে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী শামসুন নাহার চাঁপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হলের নির্বাচিত জিএস হিসেবে দক্ষতার পরিচয় দেন।
বিএনপি’র প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনপ্রিয়তা অর্জনকারী শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে দলের সূত্রে জানা যায়। তিনি এর আগেও একাধিকবার টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনবারের পৌরসভার মেয়র শহিদুল ইসলাম সরকার (শহিদ) ও কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ভুইয়া মাহবুব লতিফও মনোনয়ন চাইতে পারেন বলে দলীয় সূত্রে জানা যায়। তারা প্রত্যেকেই বিভিন্নভাবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্র নেতা আবু সাঈদ মন্টু দলটির প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন। এর আগেও তিনি এ আসন থেকে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া জাতীয় পার্টিতে যোগদানকারী চলচিত্রকার সরকার নুরুল ইসলাম রাজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম দলের মনোনয়ন পেলে একাদশ সংসদ নির্বাচন করবেন বলে জানান। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মী এবং ভোটাররা জানান, দলের মনোনয়ন যে পাবেন তার জন্য কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ