টাঙ্গাইল প্রতিনিধি॥
জাতীয় কর্মসুচীর অংশ হিসেবে বেতন ভাতা, পেনশনসহ অন্যান্য দাবিতে ভূঞাপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ১৫ও ১৬ জানুয়ারী ২ দিনের কর্ম বিরতী পালন করছে পৌর কর্মকর্তা কর্মচারীরা। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত তারা সকল কাজকর্ম বন্ধ রেখে পৌর ভবনের সামনে অবস্থান নেয়। এসময় ভূঞাপুর পৌর সভার মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ ও প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যান্য কাউন্সিলরগণ উপস্থিত হয়ে অবস্থানকারীদের সাথে একাত্বতা প্রকাশ করেন। কর্ম বিরতীতে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌর সভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, পৌর সভার প্রধান সহকারী মোঃ আব্দুল আজিজ, এসোসিয়েশন ভূঞাপুর শাখার কার্যকরী সদস্য মোঃ শহিদুল ইসলাম। কর্মসুচীর অংশ হিসেবে রাতে ষ্টিট লাইট বন্ধ করে দেয়া হয়।#