সোনম কাপুর, প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। বলা হচ্ছে, আসছে এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। সেজন্য প্রস্তুতিও শুরু করেছেন এ জুটি।
যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন সোনম। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্যাডম্যান সিনেমাটি। এতে অক্ষয় কুমার, রাধিকা আপ্তের পাশাপাশি সোনমকেও দেখা যাবে। বর্তমানে এটির প্রচারণা নিয়েও ব্যস্ত সোনম।
সম্প্রতি ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেন সোনম। সিনেমা ছাড়াও সেখানে বিয়ের বিষয়েও প্রশ্ন করা হয় তাকে।
সোনম বলেন, নায়িকাদেরই কেন ব্যক্তিগত জীবন নিয়ে বেশি প্রশ্ন করা হয়? কেউ কী কখনো রণবীর কাপুর অথবা রণবীর সিংকে জিজ্ঞাসা করেছে তারা কবে বিয়ে করছেন? আমার ব্যক্তি জীবনে প্রবেশের অধিকার কারো নেই। এই অংশটি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। নিজেকে নিয়ে কথা বলতে আমি প্রস্তুত আছি কিন্তু এখানে আরো একজন ব্যক্তি রয়েছেন যাকে আমার সম্মান করা প্রয়োজন।
সম্প্রতি গুঞ্জন ওঠে, যদিও পরবর্তীতে তা উড়িয়ে দিয়ে সোনম বলেছেন, দীর্ঘ ১০ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনি। আমারবীরে ডি ওয়েডিং সিনেমা মুক্তি পাবে মে মাসে। এর আগে প্যাডম্যান ও দত্ত সিনেমাও রয়েছে। অন্য কাজের জন্য আমার সময় কোথায়?