বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুলাল মোল্লা (৩৮) ১৪ মামলার আসামীকে আটক করেছে। দুলাল চিতলমার বড়বাড়িয়া গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে।সোমবার রাতে এসআই আহাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে বড়বাড়ীয়া এলাকয় অভিযান চালিয়ে তাকে আটক করে। মঙ্গলবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে চিতলমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মামলার আসামী দুলাল মোল্লাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২)।