পাবনা প্রতিনিধি॥
ভক্তদের শ্রদ্ধা আর ভালবাসায় নানা আয়োজনে পাবনায় কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়ীতে মহানায়িকার সুচিত্রা সেনের প্রতিকৃতিতে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচী পালন শুরু হয়।
পরে শহরের দিলালপুরে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন পাবনা রিপোর্টাস ইউনিটির সভাপতি হাবিুবুর রহমান স্বপন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা লালন পরিষদের সভাপতি রেজাউল করিম মনি, ডেইলি স্টার’র সাংবাদিক তপু আহমেদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সময় টিভির প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, নাট্য কর্মী মুস্তাফিজুর রহমান, এটিএন নিউজের প্রতিনিধি রিজভি জয়, কবি গোলাম রব্বানী, ওয়ার্কাস পার্টির নেতা সিরাজুল ইসলাম প্রমূখ।
স্মরণসভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ে কিংবদন্তী সুচিত্রা সেনের পাবনার বাড়ি জামায়াতের দখলমুক্ত করা হলেও সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। সীমিত পরিসরের সংগ্রহশালায় কেবল কিছু ছবি আর ফেস্টুন ছাড়া তেমন কিছু না থাকায় হতাশ হচ্ছেন দর্শনার্থীরা।
বক্তারা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ীতে পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান।
অপর দিকে সুচিত্রা সেনের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে পাবনা জেলা প্রশাসন, পাবনা রিপোর্টর্স ইউনিটি, নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল, একুশে বইমেলা পরিষদ, লালন স্মৃতি পরিষদ, মহীয়সী পাঠ চক্রসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ।
প্রসঙ্গত, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্ম নেন মহানায়িকা সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় স্বপরিবারে চলে যান ভারতে। ২০১৪ সালের ১৭ জানুয়ারী কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোক গমন করেন তিনি।