নোংরা বস্তিতে আলুথালু লম্বা চুল, গায়ে জোড়াতালির কাপড়, ছেঁড়া লুঙ্গি। ঠিক রাস্তার পাগলের মতো দাড়িয়ে আছে পাগল। হ্যাঁ, এই পাগল অভিনেতা আবদুন নূর সজল।
প্রথম দেখাতে তাকে কেউ চিনতে পারবে না। সজল কি সত্যি পাগল হয়ে গেছেন! জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘ভেলকি’ নামের একটি নাটকে পাগল চরিত্রে অভিনয় করছি। সেজন্য এমন লুক এবং গেট আপ নিতে হয়েছে। রাজধানীর এয়ারপোর্টের কাছাকাছি শেওড়া এলাকায় শুটিং করছি। মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে।
সজল আরো জানান, আমার ব্যতিক্রমী বেশিরভাগ নাটকে কাকতালীয়ভাবে মৌসুমীকে পাই। আশা করছি এই কাজটিও ভাল হবে।
ভেলকি নাটকটি নির্মাণ করছেন শরিফুল ইসলাম শামীম। নাটকে সজলের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ।