সালমান খান, কয়েকদিন আগে যোধপুরে কৃষ্ণকায় হরিণ হত্যা মামলার হাজিরা দিতে গিয়ে এক গ্যাংস্টারের কাছ থেকে প্রাণনাশের হুমকি পান তিনি।
সম্প্রতি তার শুটিং সেটে প্রবেশ করে কয়েকজন বন্ধুকধারী। বন্ধ হয়ে যায় রেস-থ্রি’র শুটিং। এরপর বাড়িয়ে দেয়া হয় সালমানের নিরাপত্তা ব্যবস্থা।
তবে প্রাণনাশের হুমকি সত্বেও ঝুঁকি নিয়ে শুটিং করছেন সালমান। কড়া নিরাপত্তার মধ্যে রেস-থ্রি সিনেমার টাইটেল সংয়ের দৃশ্যায়নে অংশ নিয়েছেন এ অভিনেতা। পাঁচদিন চলবে এই গানের শুটিং। এতে আরো অংশ নিচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ। আরো ছিলেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি, সাকিব সেলিম।
ভারতীয় মিডিয়া বলছে, সালমান গত সপ্তাহে সহশিল্পী ও পরিচালক রেমো ডিসুজার সঙ্গে রিহার্সেল করেছেন। যদিও তিনি তার বিগ বস রিয়েলিটি শোয়ের ফাইনাল ও অন্যান্য কাজের মধ্যে খুব অল্প সময় দিতে পেরেছেন। তবে সঠিক সময়েই গানের শুটিং শুরু হচ্ছে। গানের জন্য একটি বিশাল সেট তৈরি করা হয়েছে।
আগামী মাসে শুটিং ইউনিট ব্যাংকক, দুবাই ও আবুধাবিতে শুটিং করবে। এরপর তারা মুম্বাইয়ে শুটিংয়ের মধ্য দিয়ে মার্চে সিনেমার কাজ শেষ করতে চাইছেন।