• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন

উল্লাপাড়ার মোহনপুর বাজারে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে একটি সরিষার গুদামসহ তিনটি দোকান পুড়ে যায়। ঘটনার সময় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে মারধর করে। বাজারের মাই ওয়ান টিভি শো-রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী নজরুল ইসলামের ডেকোরেটর সেন্টার ও আহমেদ আলীর সরিষার গুদামে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকান মালিকরা অভিযোগ করেন, উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত খবর পেয়েও বিলম্বে ঘটনাস্থলে আসায় তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে। আর এ কারণে স্থানীয় উত্তেজিত জনতা কয়েকজন কর্মীকে মারধর করেছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আফসার আলী ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে বিলম্বে ঘটনাস্থলে পৌছার অভিযোগ অস্বীকার করে জানান, উল্লাপাড়া থেকে উক্ত বাজারের দূরত্ব প্রায় ১৮  কিলোমিটার। তারা সময়মতই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে উল্লেখ করেন আফছার আলী। আফছার আলী আরো জানান, তাদের কয়েকজনকর্মীকে বিনা কারণে উত্তেজিত জনতার হাতে লাঞ্চিত হতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের দায়িত্বে কোন অবহেলা ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ