• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর সহচর আব্দুল মালেকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, অন্যতম সংবিধান প্রণেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৪৭ বছর দায়িত্বপালনকারী সভাপতি, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলী ও ফাতেহা পাঠ করা হয়। সন্ধায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আরডিএম পাইলট স্কুলে স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি। স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম রিমেল।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাবেক এমপি ডা. মুরাদ হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক আব্দুর রেজ্জাক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, কবি নজরুল বিশ্বদ্যিালয়ের ভিসি প্রফেসর ড. এইএচএম মোস্তাফিজুর রহমান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ,  জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, প্রয়াত আব্দুল মালেকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, অপর ছেলে বিমানবাহিনীর উইং কমান্ডার মাকসুদুল আলম, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ