উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল শনিবার বিকেলে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘাটিনা পাকা রাস্তা হতে আজা আলীর বাড়ী ১ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এর আগে আব্দুল মান্নানের বাড়ির পাশে সর্বসাধারনের ব্যবহারের জন্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পুকুর ঘাট নির্মান কাজের উদ্বোধন করা হয়। এছাড়া শনিবার সকালে উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাড়ইয়া করবস্থানের বাউন্ডারী ওয়াল নির্মান কাজের উদ্বোধন করা হয়। এ বাউন্ডিারী ওয়াল নির্মান কাজে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে বলে অফিস সূত্রে জানা গেছে। এ সময় সংশ্লিষ্ট কাউন্সিলর ময়নুল হক, আব্দুল আলীম, সহকারী সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।