আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি দ্বিচারী আচরণ করছে।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপি নিরপেক্ষ, সহায়ক ও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। তাদের এমন কথার কোনো জবাব নেই।
নির্বাচন ইস্যুতে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকার থাকবে। নির্বাচন বানচাল করতে বিএনপি দুরভিসন্ধি করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের উপকমিটির বিষয়টি নিয়ে প্রক্রিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, স্থগিত বা বাতিল হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।