চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ“ এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় সময় জেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে নিজে কার্যালয়ের সামনে থেকে এক বণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এই মেলায় ১৫টি ষ্টল অংশগ্রহণ করে। এদিকে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারীর সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন ও রাজাবাড়ী ফার্মের উপ-পরিচালক সাব্বির আহমেদ।