• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

আপডেটঃ : সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার দিনগত রাত সাড়ে ৩ টায় উপজেলার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ বন্দুকযুদ্ধ হয়। রজব আলী (৩৫) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুরের মৃত মজনু মিয়ার ছেলে। পুলিশের দাবি, রজব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে গাইবান্ধা, রংপুর ও রাজশাহীর বিভিন্ন থানায় অন্তত ১০টি ডাকাতির মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, রাতে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় সড়কে সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতেরা এক পর্যায়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ রজব আলীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, রাম দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাইফুর রহমান আরো জানান, রজব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। রংপুরের পীরগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়ি ও রাজশাহীর পুঠিয়া থানায় ডাকাতির ১০টি মামলার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ