বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী মাদক বিরোধী প্রচারনা উপলক্ষে সোমবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতি ফাউন্ডেশনে শেষ হয়। র্যালীতে করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাহীন হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাৎ হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মো: শরিয়ত উল্লাহ প্রমূখ।