ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সোমবার (২২জানুয়ারী) বেলা ৪ঘটিকার সময় শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এই সময় শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহাতাব আলমের সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী-লীগের যুগ্নসাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মিনা মালেক।
বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী (সি,আই,পি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান,ধামরাই উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খাইরুল ইসলাম, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জনাব আবু সাইদ, সোমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাহার আলী, কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা,ধামরাই উপজেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি মোসাঃ মনোয়ারা লতিফ, ধামরাই পৌর-যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ধামরাই সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব, ভাড়ারিয়া যুবলীগের সভাপতি মোঃ মানছুর রহমান, সাইদুর রহমান পিয়াস, তুষার আহম্মেদ শান্ত, মোঃ উজ্জল হোসেনসহ প্রমুখ।
এছাড়া আর উপস্থিত ছিলেন শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক। তারা পুরুস্কার বিতরণী সহ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করেণ।