ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। জানা যায়, দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট প্রাণি সম্পদ অফিস থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঘোড়াঘাট উপজেলা ভেটেরিনারী সার্জন মোছাঃ রুমানা আক্তার।