• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

লোকালয়ে আসা বাঘকে পিটিয়ে হত্যা বাঘের আক্রমনে আহত ৪

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের গুলিশাখালী এলাকায় একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরত্বের লোকালয়ে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  এদিন ভোরে বাঘটি স্থানীয় একটি মৎস্য ঘেরে ঢুকে ২ জনকে আক্রমন করে। পরে সকাল ৭ টার দিকে বাঘের আক্রমনে গুলিশাখালী গ্রামের মাসুম দালাল (৩০), ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদারসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে মাসুম দালালসহ ২ জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময়ে আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে লাঠি সোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর এলোপাতাড়ি পিটুনিতে বাঘটি মারা যায়। বাঘটিকে পিটিয়ে হত্যার পর এলাকার আতর্কিত লোকজনের মধ্যে মরা বাঘটি দেখতে ভিড় জমায়।বাঘ হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খুলনা অঞ্চলের বন্যপ্রনী সংরক্ষক (ডিএফও) মদিনুল আহসান ও পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় (ডিএফও) কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।সুন্দরবনের ভিলেজ টাইগার রেসপন্স কমিটি (ভিটিআরটি)’র কর্মী বারেক হাওলাদার, নাছির ও রুম্মানসহ কয়েকজনে নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে সেখান থেকে গুলিশাখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বাঘটির মৃতদেহ জিউধরা ফরেষ্ট ক্যাম্পে নিয়ে যান। নিহত বাঘটি প্রায় সাড়ে ৬ ফুট লম্বা হবে বলে বন কর্মকর্তারা জানান। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় (ডিএফও) কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে একটি বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে সেখানের ষ্টেশন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেখানে একটি বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। তবে কেন বাঘটিকে মারা হয়েছে। আর কারা মেরেছে। এসব বিষয় খতিয়ে দেখতে বাঘ হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পিটিয়ে মারা বাঘটিকে ভ্যাটেনারী বিশেষজ্ঞদের দিয়ে ময়না তদন্ত করা হবে। মাহমুদুল হাসান আরো বলেন, সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারী, কাটাখালী, বুড়বুড়িয়া ও ঘুলিষাখালী এলাকায় বাঘের আনাগোনা বেড়ে গেছে। মাঝে মাঝে বাঘ এ সব এলাকায় ঢুকে পড়ছে। সর্বশেষ ঘুলিষাখালী গ্রামবাসীর আক্রমনে সোমবার সকালে বাঘ নিহতের এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ