রংপুর অফিস॥
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন রংপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা বাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন রংপুর জেলা শাখার সভাপতি মো. মাসুম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পজিৎ বর্মন, মিঠাপুকুর উপজেলা সভাপতি মো. বকুল মিয়া, বদরগঞ্জ উপজেলা সভাপতি শাহআলম, গঙ্গাচড়া উপজেলা সভাপতি আবু জাফর, পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক, পীরগাছা উপজেলা সাধারণ সম্পাদক আফসার আলী, কাউনিয়া উপজেলা সভাপতি মনজিল হোসেন ও সদর উপজেলার এ্যাডহক কমিটির সভাপতি মজিবুল হক প্রমূখ। এসময় বক্তরা বলেন, চাকুরী রাজস্বখাতে অর্ন্তভুক্তিকরণ ও ৪র্থ শ্রেণীর বেতন স্কেকের দাবীতে আগামী ৩১ জানুয়ারী ঢাকায় সম্মেলনে যোগ দিয়ে দাবী আদায় করতে হবে। এজন্য সারা দেশের মত রংপুরের ৭৬ ইউপির ৭৬০ জন গ্রাম পুলিশ এসব দাবীর সাথে একমত পোষন করেছেন।