• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

সরিষাবাড়ী আলহাজ জুট মিলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার আলহাজ জুট মিলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে। এ ঘটনায় কর্মরত শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা মিলের মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদারকে অবরুদ্ধ করে রাখে।
আলহাজ জুট মিলের বিক্ষুব্ধ কর্মচারীরা অভিযোগ করেন, মিলের ১১৭ জন কর্মকর্তা-কর্মচারীর তিন মাস ধরে অর্ধ কোটি টাকা বকেয়া রয়েছে। মিল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করে নানা টালবাহানা করায় গতকাল সকাল ৬টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে কার্যালয় ছেড়ে বাইরে নেমে আসে। তারা মিলের মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদারকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা মিলের প্রধান গেট ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগম, হিসাব কর্মকর্তা অপেন্দ্র কিশোর সরকার, ব্যবস্থাপক (পাট) সাহাব উদ্দিন, সহ-উৎপাদক আব্দুর রাজ্জাক, পারসেস কর্মকর্তা গোলাম রাশেদ প্রমুখ। তারা বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ ব্যাপারে মিলের মিলের মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদার বলেন, উৎপাদিন মালের বিদেশের বাজার মন্দা হওয়ায় অর্থ সঙ্কট হয়ে পড়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে সামনের সপ্তাহে বেতন পরিশোধের চেষ্টা করা হবে। থানার সহকারী পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ