চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জ আসনে সাবেক ছাত্রনেতা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভার আয়োজন করেন।স্থানীয় একটি হোটেলে বুধবার দুপুরে এ মতবিনিময়সভায় সাংবাদিকদের বলেন, দল মনোনয়ন দিলে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। পরিকল্পনার মধ্যে রয়েছে জেলার অর্থকরী সম্পদ আমকে ঘিরে বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলা। এছাড়া সোনামসজিদসহ ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ এ জেলাকে পর্যটন নির্ভর করে গড়ে তোলা, দেশের সর্ববৃহৎ আমবাজার কানসাটকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধিসহ বেশ কিছু পরিকল্পনা। তিনি বলেন, যোগ্য রাজনৈতিক নেতৃত্বের অভাবে অনেক সময় কাঙ্খিত উন্নয়ন হয়নি এ জেলার। আগামী দিনে তিনি জনসাধারনের পাশে সুখে দুখে থাকার ইচ্ছা থেকেই আগামীতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করা এ নেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ছিলেন।