সরিষাবাড়ী (জামালপুর) ॥
জামালপুরের সরিষাবাড়ীতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌর এলাকায় সাতপোয়া গ্রামে আনিছুর রহমান বাদলের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক আবু সাইদ ঘটনা স্থল পরির্দশন করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আনিছুর রহমান বাদল দুই বছর ধরে সাতপোয়া গ্রামের অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা রফিকুল ইসলামের বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। শনিবার সকালে বাসায় কেউ না থাকার কারনে চোর তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ীর থানার উপ- পরির্দশক আবু সাইদ জানান, চুরি হওয়া ঘটনার খবর পেয়ে ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।