উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের কর্মবিরতি পালন করছে। সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা সহ আনুতোষিক সুযোগ সুবিধা প্রাপ্তির লক্ষে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন উল্লাপাড়া শাখার সভাপতি আলী আহমেদ রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, কামরুজ্জামান ভুইয়া, মারুফ হোসেন, সাফিউল কবীর, জুয়েল রানা, আব্বাস উদ্দিন, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, মাযহারুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ। বক্তারা সভায় এক দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।